
প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:21 PM আপডেট: Fri, May 9, 2025 9:54 PM
প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরীর প্রয়াণ দিবস, তাঁর প্রথম ছবি ‘বিশ বছর পরে’
মারুফ হাসান : [১] বনানী চৌধুরী বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী। তৎকালীন সমাজে মুসলিম নারীদের বাড়ির বাইরে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু শত বাধা পেরিয়ে তিনি গড়েছেন এক দৃষ্টান্ত এবং সহজ করে দিয়েছেন তাঁর পরবর্তী মুসলিম অভিনেত্রীদের চলচ্চিত্রে অংশেগ্রহণের পথ। [২] বনানী চৌধুরী ১৯২৪ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আফসার উদ্দিন। বনানীর প্রাথমিক শিক্ষা শুরু হয় ভারতের মুর্শিদাবাদ জেলাস্থ সাগরদিঘী গ্রামের একটি স্কুলে। অল্প বয়সে তাঁর বিয়ে হয় এবং পরে তিনি স্বামীর উৎসাহেই পড়ালেখা চালিয়ে যান। ১৯৪১ সালে তিনি ম্যাট্টিক পাস করেন এবং পরে আই. এ. ও তারপর বি. এ. পাস করেন। [৩] ছোটবেলা থেকেই তাঁর শিল্পী প্রতিভার পরিচয় মিলতে থাকে। গ্রামে বা বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং পুরস্কার পাওয়ার মাধ্যমে। এছাড়া কবিতা আবৃত্তিতেও তাঁর সুনাম ছিল।
ছোটবেলা থেকেই তাঁর চলচ্চিত্রের প্রতিও একটা দুর্বলতা ছিল। এই আকর্ষণকে বাস্তবে রূপ দেন বনানী চৌধুরীর স্বামী ও তাঁর দুই বন্ধু মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুলতান আহমেদ। [৪] ১৯৪৬ সালে বিখ্যাত পরিচালক গুনময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় বনানী চৌধুরী অভিনীত প্রথম ছবি ‘বিশ বছর পরে’ এবং এই ছবিতে অভিনয় করে তিনি জয় করে নেন লাখো মানুষের হৃদয়। চলচ্চিত্র জীবনের শুরু থেকে বনানী চৌধুরী কিছু বিখ্যাত মানুষের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘পাহাড়ী সান্যাল’, ‘প্রমথেশ বসু’, ‘হেমেন গুপ্ত’, ‘নীতিশ বসু’, ‘ছবি বিশ্বাস’ ও ‘জহির রায়হানসহ অন্যান্যরা। [৫] বাংলার বিখ্যাত এই অভিনেত্রী বনানী চৌধুরী ১৯৯৫ সালের ৫ জানুয়ারি মারা যান। তাকে ঢাকার বানানী কবরস্থানে কবর দেয়া হয়।
আরও সংবাদ
রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা
ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা
পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান
[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে
[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
[১]মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা

ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা

পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান

[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে

[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
